ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট, ভালুকায় কারখানায় অগ্নিকাণ্ড সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে আইনি নোটিশ ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়া নিয়ে যা বললেন মাউশি ডিজি এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না: পরিকল্পনা উপদেষ্টা হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক ইজারাদারের কাছে নজরুল জন্মজয়ন্তী’র বরাদ্দ হস্তান্তর করলেন ত্রিশালের ইউএনও

মানিকগঞ্জে পাঠ্যপুস্তক ছাপাখানা ও বিভিন্নস্থান পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শন ও উপজেলা চত্বরে বৃক্ষ রোপন এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)সকালে সিংগাইর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন তিনি। পরে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিনোদপুরে সরকারি পাঠ্যপুস্তকের মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।পরবর্তীতে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় এলজিইডি কর্তৃক নির্মিত রাস্তার কাজ পরিদর্শন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শারিরীক প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সুইজারল্যান্ড দূতাবাস কর্তৃক আয়োজিত মানবপাচার ও নারী নির্যাতন রোধে নাটিকার অনুষ্ঠানে যোগদান করেন।

আনন্দ প্রিন্টার্সে সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি, নতুন বই যথাসময়ে বাচ্চাদের নিকট দ্রুত পৌঁছে দেওয়ার। বইয়ের কাগজ মানসম্মত, নির্ভুল ও স্পষ্ট লেখা যাতে হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি, আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই পৌছে দিতে পারব। ওনারা(আনন্দ প্রিন্টার্স) প্রায় ১৫ লক্ষ বই ছাপার কাজ পেয়েছে। আগামীকালকের মধ্যেই ১৫ লক্ষ বই ডেলিভারি দিবেন বলে আমাদের জানিয়েছেন।

তিনি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরো বলেন,বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে। কারন আমার নিজেও একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। মানবপাচার ও নারী নির্যাতন রোধে নাটিকার উদ্বোধন কালে তিনি নাটিকার বিষয়ে প্রশংসা করে বলেন, নারী নির্যাতন পরিবারের ভিতরের সমস্যা। এবং মানবপাচার রোধে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাশক ড.মানুয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ, মানিকগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ই-পেপার

মানিকগঞ্জে পাঠ্যপুস্তক ছাপাখানা ও বিভিন্নস্থান পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শন ও উপজেলা চত্বরে বৃক্ষ রোপন এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)সকালে সিংগাইর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন তিনি। পরে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিনোদপুরে সরকারি পাঠ্যপুস্তকের মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।পরবর্তীতে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় এলজিইডি কর্তৃক নির্মিত রাস্তার কাজ পরিদর্শন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শারিরীক প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সুইজারল্যান্ড দূতাবাস কর্তৃক আয়োজিত মানবপাচার ও নারী নির্যাতন রোধে নাটিকার অনুষ্ঠানে যোগদান করেন।

আনন্দ প্রিন্টার্সে সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি, নতুন বই যথাসময়ে বাচ্চাদের নিকট দ্রুত পৌঁছে দেওয়ার। বইয়ের কাগজ মানসম্মত, নির্ভুল ও স্পষ্ট লেখা যাতে হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি, আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই পৌছে দিতে পারব। ওনারা(আনন্দ প্রিন্টার্স) প্রায় ১৫ লক্ষ বই ছাপার কাজ পেয়েছে। আগামীকালকের মধ্যেই ১৫ লক্ষ বই ডেলিভারি দিবেন বলে আমাদের জানিয়েছেন।

তিনি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরো বলেন,বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে। কারন আমার নিজেও একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। মানবপাচার ও নারী নির্যাতন রোধে নাটিকার উদ্বোধন কালে তিনি নাটিকার বিষয়ে প্রশংসা করে বলেন, নারী নির্যাতন পরিবারের ভিতরের সমস্যা। এবং মানবপাচার রোধে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাশক ড.মানুয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ, মানিকগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।