ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তিনদিনের ইজতেমায় মুসল্লিদের ঢল

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

আম বয়ানের মধ্যদিয়ে গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বাদ ফজর তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা শুরু হয়।

ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। সকাল ১০টা থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। একসঙ্গে বড় জামাতে জুমার নামাজ আদায় করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। গাইবান্ধা জেলার আশপাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা সব থেকেই ইজতেমায় উপস্থিত হন।

ইজতেমায় আসা হুমায়ন চৌধুরী বলেন, গত বছরও গাইবান্ধায় ইজতেমায় জুমার নামাজ পড়েছি। এবারও অনেক মানুষের সঙ্গে নামাজ আদায় করলাম। খুব ভালো লাগছে নামাজ আদায়ের পর। এতো মানুষের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। পলাশবাড়ী থেকে আসা রাজু মিয়া বলেন, সুযোগ পেলে এরকম বড় জামাতে নামাজ আদায় করার চেষ্টা করি। খুব ভালো লাগছে।

গাইবান্ধা শহর থেকে আসা মুসল্লি সিয়াম বলেন, দুই বন্ধুকে নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশে এসেছি। বন্ধুদের নিয়ে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে।

ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

তিনদিনের ইজতেমায় মুসল্লিদের ঢল

আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

আম বয়ানের মধ্যদিয়ে গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বাদ ফজর তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা শুরু হয়।

ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। সকাল ১০টা থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। একসঙ্গে বড় জামাতে জুমার নামাজ আদায় করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। গাইবান্ধা জেলার আশপাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা সব থেকেই ইজতেমায় উপস্থিত হন।

ইজতেমায় আসা হুমায়ন চৌধুরী বলেন, গত বছরও গাইবান্ধায় ইজতেমায় জুমার নামাজ পড়েছি। এবারও অনেক মানুষের সঙ্গে নামাজ আদায় করলাম। খুব ভালো লাগছে নামাজ আদায়ের পর। এতো মানুষের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। পলাশবাড়ী থেকে আসা রাজু মিয়া বলেন, সুযোগ পেলে এরকম বড় জামাতে নামাজ আদায় করার চেষ্টা করি। খুব ভালো লাগছে।

গাইবান্ধা শহর থেকে আসা মুসল্লি সিয়াম বলেন, দুই বন্ধুকে নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশে এসেছি। বন্ধুদের নিয়ে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে।

ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন।