ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

পাবনা সংবাদদাতা

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় আরো দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনার জেরে শান্ত (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম। নিহত যুবক চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে শিমুল (২১)। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল হচ্ছিলো। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এসময় কয়েজন আহত হয়। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেবার আগেই মারা যায় শিমুল।

এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে একদম তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে এঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

পাবনা সংবাদদাতা

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় আরো দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনার জেরে শান্ত (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম। নিহত যুবক চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে শিমুল (২১)। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল হচ্ছিলো। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এসময় কয়েজন আহত হয়। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেবার আগেই মারা যায় শিমুল।

এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে একদম তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে এঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।