ভাঙ্গায় ইসকন নিষিদ্ধ ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১৩০ বার পড়া হয়েছে
ছানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গায় জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্রগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইদগাহ মোড় চত্বরে এই প্রতিবাদ ও সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র,ভারতীয় আগ্রাসন সহ নানা বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। সমাবেশে ভারতীয় পণ্য বর্জন করেন এবং প্রতিবাদস্বরূপ ভারতীয় শাড়ি পুড়ানো হয়। এসময় ভাঙ্গার সুশীল সমাজের হিন্দু নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে স্থানীয় তওহীদি ছাত্র-জনতা ধর্মপ্রাণ মুসুল্লী ও সাধারণ জনগণের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল ইদগাহ চত্বর থেকে বের হয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এসে দেশের মঙ্গল ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এবং মুফতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা,ভাঙ্গা উপজেলা জামাতের আমির মাওলানা সারোয়ার হোসাইন, মাওলানা ইচাহাক মোল্লা, জামাত নেতা ডাক্তার এনায়েত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আছাদুজ্জামান মাওলানা ইব্রাহিম সহ বিভিন্ন মাদরাসার শিক্ষক সহ নানা শ্রেণীপেশার লোক জন।