বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

দেশের মানুষ প্রভুত্ব চায় না: গয়েশ্বর

দেশের মানুষ প্রভুত্ব চায় না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার রাজধানীর শের-এ বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মানুষ বন্ধুত্ব চায় কিন্তু প্রভুত্ব চায় না। বাংলাদেশ নিয়ে ভারতের মুরুব্বিয়ানা বা খবরদারি চলবে না। এ দেশে কে কোন পদে থাকবে সেই বিষয়ে ভারতের হস্তক্ষেপ চলবে না। বাংলাদেশের বিষয়ে ভারতের নাক গলানো জনগণ মেনে নেবে না।

তিনি আরও যোগ করে বলেন, কোনো ব্যক্তির সঙ্গে নয়, সম্পর্ক হতে হবে দেশের সঙ্গে দেশের। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায় বোঝা যায়, তাদের পুরাতন সম্পর্কে ফাঁকফোকর ছিল। তাদের নতুন সম্পর্ক দেশের সঙ্গে দেশের হবে, অতীতের মতো কোনো ব্যক্তির সঙ্গে নয়।

বিএনপির এ নেতা বলেন, ভারত চেষ্টা করেছিল ভোটাধিকার হরণ করতে। কিন্তু আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। পারস্পারিক বন্ধুত্ব দুদেশের জন্য ইতিবাচক হবে।

আরো পড়ুন-

দৈনিক প্রলয়/এমএআর

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়