ভাঙ্গায় ইউএনও এবং ওসির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ০৮:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ১৫৩ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান এর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ( ১২ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর -৪ ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওয়ালী উল্লাহ, উপদেষ্টা মুফতি আব্দুর রহিম, প্রিন্সিপাল ও প্রধান উপদেষ্টা হাফেজ মাহবুবুর রহমান, যুব মজলিসের মাওলানা ওমর ফারুক ও মাওলানা আরাফাত হোসেন সহ অন্যান্য আলেম উলামায়ে কেরাম প্রমুখ। সৌজন্য সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং রাষ্ট্রের আইন প্রতিপালনে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একই প্রতিনিধি দল ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় এবং ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।