ত্রিশালে পিএফজি গঠন বিষয়ক সভা

- আপডেট সময় : ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর আয়োজনে ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে অত্র কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটানোই এ গ্রুপ গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক খবিরুজ্জামান এর সঞ্চালনায় সভায় পিএফজি গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বক্তব্য করেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, পৌর বিএনপি’র সভাপতি আলেক চান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশারফ হোমেন মিলন, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার তপন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইব্রাহিম খলিল, সুশীল সমাজের প্রফেসর আব্দুল আওয়াল, মোশারফ হোসেন, উলামা মাশায়েক আয়েম্মা পরিষদের মাওলানা নজরুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের প্রনব চন্দ্র আচায্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জিহাদ চৌধুরী প্রমুখ। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ৩০ সদস্য বিশিষ্ট্য পিএফজি, ৭ সদস্য বিশিষ্ট্য পিএফজি’র উপদেষ্টা পরিষদ এবং ৫ সদস্য বিশিষ্ট্য আন্ত:ধর্মীয় গ্রুপ গঠন করা হয়।