মুক্তাগাছায় পুলিশের এএসআইয়ের প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী, জনমনে অস্বস্তি

- আপডেট সময় : ১০:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩২১ বার পড়া হয়েছে
মুক্তাগাছা প্রতিনিধি:
হাইওয়ে এক পুলিশের প্রভাবে অতিষ্ঠ তার এলাকাবাসী এমন অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরশহরের ৫নং ওর্য়াড এর নবাগত বাসিন্দা মজিবর রহমান, রামু হাইওয়ে পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে। এএসআই মজিবর রহমান মুক্তাগাছার বকচর,বড়গ্রামের ইয়াসিন আলী মুন্সির পুত্র।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, হাইওয়ে পুলিশ এর কর্মকর্তা মজিবর রহমান নিজেকে পুলিশের কর্তা ও প্রভাবশালী লোক বলে এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসছে প্রতিনিয়ত। এমনকি তার বিলাসবহুল ৪তলা বাড়ির পাশ্ববর্তী প্রতিবেশীদের সাথে প্রায়শই তার বাকবিতন্ড হয় বলেও জানান স্থানীয়রা।
প্রতিবেশী বাড়ির মালিকদের অভিযোগ বাড়ি বানানোর সময় সামান্য জায়গা তাকে ছেড়ে দিতে অনুরোধ জানানো হয়। পুলিশের এই কর্মকর্তা নিচতলার পাশে কিছুটা জায়গা ছাড়লেও বিল্ডিং এর উপরের অংশগুলোতে তিনি ছাড় দেননি। যার ফলে ছাদের পানি এবং বিল্ডিং তৈরিতে প্রতিবেশীর সাথে জটিলতার সূএপাত ঘটে। স্হানীয় মুরব্বিরা এই জটিলতা দূরীকরণে চেষ্টা করলেও তারা ব্যার্থ হয়।
আরেক প্রতিবেশী জানায়, বৈষম্যহীন ছাত্র সমাজ আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করলেও এখনও অসাধু কিছু মানুষ সমাজকে তাদের ক্ষমতা দেখাচ্ছে। আমরা চাই সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন থাকুক৷ প্রতিবেশীদের সাথে ভালোবাসা নিয়ে কথা বলুক।যেহেতু ওনি পুলিশ কর্মকর্তা তাই আমরা অনেকটা ভয়েই নাম জানাতে চাচ্ছি না।
এলাকাবাসীর এমন অভিযোগ এর পর মজিবর রহমানকে বারবার মোবাইল কল দিলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।