ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী আলিফকে বঁটি দিয়ে কোপানোর কথা স্বীকার করলেন রিপন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার আরেক আসামি রিপন দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই জবানবন্দি দেন তিনি। এ নিয়ে আলিফ হত্যা মামলায় তিন আসামি জবানবন্দি দিলেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বিচারকের খাস কামরায় জবানবন্দি দিয়েছেন আসামি রিপন দাস। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন আইনজীবী আলিফকে বঁটি দিয়ে কোপান রিপন। এ ছাড়া কিরিচ দিয়ে কোপান চন্দন দাস ও রাজীব ভট্টাচার্য। ঘটনার দিন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন রিপন। চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় তিনি সেবক কলোনি এলাকায় চলে যান। হত্যাকাণ্ডে অংশে নেওয়া ১০ থেকে ১২ জনকে চেনেন বলেও জবানবন্দিতে জানিয়েছে রিপন।

তিনি আরও জানান, জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার হত্যা মামলার আসামি চন্দন এবং শুক্রবার রাজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া ছয়টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪০ জন।

দৈনিক প্রলয় এএএস

নিউজটি শেয়ার করুন

আইনজীবী আলিফকে বঁটি দিয়ে কোপানোর কথা স্বীকার করলেন রিপন

আপডেট সময় : ১২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার আরেক আসামি রিপন দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই জবানবন্দি দেন তিনি। এ নিয়ে আলিফ হত্যা মামলায় তিন আসামি জবানবন্দি দিলেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বিচারকের খাস কামরায় জবানবন্দি দিয়েছেন আসামি রিপন দাস। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন আইনজীবী আলিফকে বঁটি দিয়ে কোপান রিপন। এ ছাড়া কিরিচ দিয়ে কোপান চন্দন দাস ও রাজীব ভট্টাচার্য। ঘটনার দিন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন রিপন। চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় তিনি সেবক কলোনি এলাকায় চলে যান। হত্যাকাণ্ডে অংশে নেওয়া ১০ থেকে ১২ জনকে চেনেন বলেও জবানবন্দিতে জানিয়েছে রিপন।

তিনি আরও জানান, জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার হত্যা মামলার আসামি চন্দন এবং শুক্রবার রাজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া ছয়টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪০ জন।

দৈনিক প্রলয় এএএস