পুলিশের ওপর হামলা : বিল দিয়ে পালিয়ে গেলেন তাহেরি, আটক ৬

- আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে ফের পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ভক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। আর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তার থেকে রক্ষা পান। রোববার (১৫ ডিসেম্বর) সকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরো পড়ুন-
- আমতলীতে ৩০ পিস ইয়াবা সহ দুইজন গ্রেফতার
- উন্নয়ন বঞ্চিত উপকুলীয় অঞ্চল সাবেক বরগুনা-৩ আসন পুর্নবহাল প্রাণের দাবী
- আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুপুত্র,কন্যাসহ আহত-৬
এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।
দৈনিক প্রলয় এএএস