বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫

- আপডেট সময় : ০২:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের মূল নাম খচিত ব্যানার সহকারে বিজয় দিবসে শহীদস্মৃতি স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা-কর্মীদের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে এক প্রক্টরসহ ৫ জন আহত হয়েছে। আহতরা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়া আহত প্রক্টর ড. মোঃ মুসা খান হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন পিরোজপুর পৌর শ্রমিকদল সভাপতি আঃ রাজ্জাক ফকির, জেলা শ্রমিকদল সহ প্রচার সম্পাদক বাদশা শেখ, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ ও পৌর শ্রমিকদল সদস্য মোঃ মাসুম। ঘটনায় জড়িত সন্দেহে বাদশা শেখকে পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও সংঘর্ষে আহত ৪ শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদী ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়’ খচিত ব্যানার সহকারে ফুল দিতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ওই নাম খচিত ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর ফুল দেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নিরব নামের হোটেলে নাস্তা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের উপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে প্রক্টরসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ শিক্ষার্থী ও শ্রমিক দলের ২ জন প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করবেন।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রমিকদলের ৪ নেতাকে বহিস্কার ও একজন আটকের বিষয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু স্বীকার করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদস্মৃতি স্তম্ভে যায়। পিরোজপুর বিশ্ব বিদ্যালয়ের যে নাম দেওয়া আছে তা পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হলেও তাদের বহন করা ব্যানারে বিশ্ব বিদ্যালয়ের ওই নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন।
আরো পড়ুন-
- পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন না : সুপারিশ করবে সংস্কার কমিশন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনী অবৈধ
- বিডিআর হত্যাকাণ্ড : ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানিয়েছেন এ ঘটনায় মামলা দায়ের হলে আইনগত পদক্ষেপ নেওয়াা হবে ।
দৈনিক প্রলয় এএএস