ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পাসপোর্ট অফিসে দুদুকের অভিযান : ২ দালাল আটক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি টিম তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, শাহিদা বেগম ও তার সহযোগী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত বলে অভিযোগ রয়েছে।

এর আগে দুইবার দুদক অভিযান চালিয়ে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে না পারলেও এবার তৃতীয় দফায় তারা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। দুর্নীতিদমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে পাসপোর্ট অফিসে দুদুকের অভিযান : ২ দালাল আটক

আপডেট সময় : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি টিম তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, শাহিদা বেগম ও তার সহযোগী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত বলে অভিযোগ রয়েছে।

এর আগে দুইবার দুদক অভিযান চালিয়ে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে না পারলেও এবার তৃতীয় দফায় তারা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। দুর্নীতিদমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।