বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
বিপিএল মাতাতে আসছেন ড্যানি মরিসন। মাঠের বিপিএল নাকি এবার বদলে দিবে অতীতের সব অভিজ্ঞতা। সেই সাথে মাঠের বাইরে এবং পর্দার বিপিএলও হবে উপভোগ্য। আর উপভোগ্য না হয়ে উপায়ই বা কোথায়, যখন ধারাভাষ্য কক্ষে আসন গাড়েন ড্যানি মরিসনের মতো কেউ! নিউজিল্যান্ডের প্রখ্যাত এই ধারাভাষ্যকার আসছেন বিপিএলে ধারাভাষ্য দিতে। মাঠের খেলাকে টিভি পর্দায় আরও প্রাণবন্ত করে তুলতে মরিসনের জুড়ি নেই।
নাটকীয় ভঙ্গিতে ধারাবিবরণীর কারণে খ্যাতি তার বিশ্বজোড়া। বিপিএলের সময় এখন মাঠে গড়ায় আরও ৩-৪টি লিগ। যে কারণে মরিসন হয়ে উঠেছিলেন বিপিএলের দর্শকদের কাছে আকাশের চাঁদ। তবে এবার মরিসনকে আগেভাগেই বাগিয়ে নিল বিসিবি। ভিন্ন লিগে যাবেন কিনা জানা না গেলেও বিপিএলে তার কণ্ঠ শোনা যাবে, তা নিশ্চিত। শেষপর্যন্ত বিপিএলের ধারাভাষ্য প্যানেলে কারা কারা থাকছেন, তা জানা যাবে শীঘ্রই। তবে তার আগে মরিসনের অন্তর্ভুক্তির খবর ইতোমধ্যে রোমাঞ্চ তৈরি করেছে দর্শক-সমর্থকদের মধ্যে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর।
আরো পড়ুন-
দেশের পট পরিবর্তনের পর নানা রকমের সংস্কার হয়েছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগেও। এবার রাখা হয়েছে অফিসিয়াল মাসকট ডানা ৩৬। তিন শহর ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হচ্ছে মিউজিক ফেস্ট, সাথে আবার ট্রফি ট্যুর। জুলাই বিপ্লব বিশেষভাবে স্থান পাবে এবারের বিপিএলে। টুর্নামেন্ট চলাকালে বিশ্ববরেণ্য কয়েকজন ব্যক্তিত্বকেও দেখা যেতে পারে। আর এতসব আয়োজনে পরামর্শ দিয়ে যুক্ত আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
দৈনিক ডেস্ক