ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমাদের কন্ঠ’র নির্বাহী সম্পাদক-কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ১৬১ বার পড়া হয়েছে

রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া

সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মঠবাড়িয়ার কৃতি সন্তান মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন মঠবাড়িয়া উপজেলার সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকালে মঠবাড়িয়া পৌরসভার চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গত ১২ই ডিসেম্বর দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় “দুর্নীতিতে মোড়ানো ডেকসো‘র প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স” শিরোনামে সংবাদ প্রকাশ হলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)‘র উপ-বিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স পত্রিকাটির নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকি দেন।

মানববন্ধনে বক্তারা হুমকিদাতা ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্সকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন- সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। যতদ্রুত সম্ভব এই দুর্নীতিবাজকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানাই আমরা। তা নাহলে তাদের মত অসাধু কর্মকর্তারা দুর্নীতির সুযোগ পাবে। বিগত সরকারে সময়ে দেখেছি অসাধু কর্মকর্তারা বিভিন্ন সরকারি দপ্তরের টাকা লুট করে খেয়েছে। তারা এখনো গোপনে কাজ করে যাচ্ছে। দুস্কৃতিকারীরা থেমে নেই আমাদের মুখ বন্ধ করার জন্য নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। স্বাধীন মতপ্রকাশে আমাদের বাঁধা দিচ্ছে। সরকারের কাছে দাবি এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

দৈনিক আমাদের কন্ঠের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মো. এজাজ চৌধুরী সঞ্চালনায় ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ ও প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক মিজানুর রহমান হানিফ, মাসুম ফরাজি, মোস্তাফিজুর রহমান ফিরোজ, রুম্মান হাওলাদার, রেজাউল ইসলাম, মাসুদ রানা আফজাল হোসেন, তানভির আহমেদ বাদল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা এ ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আমাদের কন্ঠ’র নির্বাহী সম্পাদক-কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া

সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মঠবাড়িয়ার কৃতি সন্তান মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন মঠবাড়িয়া উপজেলার সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকালে মঠবাড়িয়া পৌরসভার চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গত ১২ই ডিসেম্বর দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় “দুর্নীতিতে মোড়ানো ডেকসো‘র প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স” শিরোনামে সংবাদ প্রকাশ হলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)‘র উপ-বিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স পত্রিকাটির নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকি দেন।

মানববন্ধনে বক্তারা হুমকিদাতা ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্সকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন- সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। যতদ্রুত সম্ভব এই দুর্নীতিবাজকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানাই আমরা। তা নাহলে তাদের মত অসাধু কর্মকর্তারা দুর্নীতির সুযোগ পাবে। বিগত সরকারে সময়ে দেখেছি অসাধু কর্মকর্তারা বিভিন্ন সরকারি দপ্তরের টাকা লুট করে খেয়েছে। তারা এখনো গোপনে কাজ করে যাচ্ছে। দুস্কৃতিকারীরা থেমে নেই আমাদের মুখ বন্ধ করার জন্য নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। স্বাধীন মতপ্রকাশে আমাদের বাঁধা দিচ্ছে। সরকারের কাছে দাবি এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

দৈনিক আমাদের কন্ঠের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মো. এজাজ চৌধুরী সঞ্চালনায় ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ ও প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক মিজানুর রহমান হানিফ, মাসুম ফরাজি, মোস্তাফিজুর রহমান ফিরোজ, রুম্মান হাওলাদার, রেজাউল ইসলাম, মাসুদ রানা আফজাল হোসেন, তানভির আহমেদ বাদল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা এ ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান।