ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহে জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / ৬৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগর গ্রেপ্তার। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আবু বক্কর সিদ্দিক সাগরের জামিন আবেদন মঞ্জুর হলে সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। এসময় কারাগেটের সামনে থেকে তাকে আবারও গ্রেফতার করা হয়।

মামলা ও পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাগর নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন। এ ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় আবু বক্কর সিদ্দিককে।

 

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগর গ্রেপ্তার। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আবু বক্কর সিদ্দিক সাগরের জামিন আবেদন মঞ্জুর হলে সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। এসময় কারাগেটের সামনে থেকে তাকে আবারও গ্রেফতার করা হয়।

মামলা ও পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাগর নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন। এ ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় আবু বক্কর সিদ্দিককে।