পানির ট্যাংকের ভেতর থেকে আ.লীগ নেত্রী কাবেরী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতা
নগরীর চকবাজার থানাধীন দেব পাহাড় এলাকা থেকে কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে চকবাজার থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার এড়াতে তিনি ভবনের ছাদে পানির ট্যাংকের ভেতর লুকিয়ে ছিলেন।
সিএমপির ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, কক্সবাজার আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে চকবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। চকবাজার থানা পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্য পাওয়া যায় দেব পাহাড় এলাকায় একটি ভবনে কাবেরী অবস্থান করছেন। পুলিশ নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে ওই ভবনে অভিযান চালায়। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই ভবনের ছাদে উঠে গাজি পানির ট্যাংকের ভেতর লুকিয়ে থাকেন। পরে পুলিশ পানির ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়।
নাজনীন সুলতানা কাবেরী সাবেক রাষ্ট্রদূত এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের মেয়ে। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং রামু উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।