ভাঙ্গুড়ায় ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

- আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ২৫৪ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ময়দান দিঘী বাজার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক মাওলানা আলী আছগার শুরা কর্ম পরিষদ সদস্য তরবিয়ত পাবনা জেলা শাখা।
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এত অন্যায় করেছে যে তার সরকারের পতনের পর এক মিনিটও টিকে থাকার সৎ সাহস দেখাতে পারেনি। লক্ষন সেনের মত পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। প্রভুদের দেশে আশ্রয় নিয়ে এখন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনা রিকশা লীগ, আনসার লীগ, সর্বশেষ ইস্কন ইস্যুকে কেন্দ্র করে এ দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন। ময়দান দিঘী শাখার সভাপতি মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন জামায়াতের যুব সেক্রেটারি মো. রবিউল করিম ডিটল।
আরো বক্তব্য রাখেন, জেলা যুব ক্রীড়া গবেষণা সেক্রেটারি অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম , ইউনিয়ন ওলামা মাশায়েখ সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন হাতেমী, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হুরায়রা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।