মুকসুদপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৯৯ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে মুকসুদপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে আগামী ১ জানুয়ারি ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. ওহিদুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সির সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. অন্তর বিশ্বাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যাসহ অনেকে।