মুকসুদপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত

- আপডেট সময় : ০৩:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৯১ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ “বিজয়” সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো: মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার মো: জুয়েল আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া খাতুন, উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মাদ্রাসার শিক্ষক ফয়সাল মিয়া, ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি শামিম মুন্সীসহ অনেকে।