শতবর্ষী জোড়া গাছ না কেটে প্রশংসিত মুকসুদপুর’র সদ্য বিদায়ী ইউএনও মো. আজিজ

- আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের উদ্যোগে বেঁচে গেল শতবর্ষের জোড় বট-পাকুর গাছ। বিকল্প রাস্তা নির্মাণ করে সেখানে পর্যটন কেন্দ্র স্থাপন করে প্রশংসিত।
মুকসুদপুরের পশারগাতি ইউনিয়নে শতবর্ষী জোড় বট- পাকুর গাছ রাস্তার ওপরে থাকায় গাছ দুটি কেটে ফেলার পক্ষে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুকসুদপুরের সদ্য বিদায়ী ইউএনও মোঃ আজিজুর রহমান বিষয়টি জানতে পেরে শতবর্ষী গাছ দুটি ঠিক রেখে গাছের চারপাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের নির্দেশ দেন। উল্লেখ্য, রাস্তার অবস্থানগত জটিলতার কারণে প্রায় সময় এখানে দুর্ঘটনা লেগেই থাকতো। ফলে অনেকেই গাছটি কেটে ফেলার পক্ষে ছিলেন। এমতাবস্থায়, ঐতিহ্যবাহী ওই গাছ ২টি সংরক্ষণের লক্ষ্যে বিকল্প রাস্তা নির্মাণ, সেই সড়কে প্রতিদিন চলাচলকারী পথযাত্রী এবং জোরা গাছ দেখতে আসা আগতদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা সহ সার্বিক সৌন্দর্য বর্ধন করা হয় এবং ওই স্থানটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। বিকল্প সড়ক নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান সদ্য নির্মিত এ কাজের উদ্বোধন করেন।
এ সময় মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, পশারগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মির, সিনিয়র সাংবাদিক মোঃ ছিরু মিয়া, কবি মাহাফুজ রিপন, শিল্পী মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।