সংবাদ শিরোনাম ::
জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র মাসিক সভা অনুষ্ঠিত

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৮২ বার পড়া হয়েছে
বিধান চন্দ্র রায়, জলঢাকা
নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ এমদাদুল হক সাজু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি, প্রচার সম্পাদক ভবদীশ চন্দ্র রায়, কার্যকরী সদস্য মনিরুজ্জামান শান্ত ও বিধান চন্দ্র রায় প্রমূখ।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়। শেষে জাতীয় সাংবাদিক সংস্থা’র জাতীয় মহাসমাবেশে শ্রেষ্ঠ উপজেলার পুরস্কার সকল সদস্যরা একে অপরকে উৎসর্গ করে দেন।