মদ-জুয়া বেহায়াপনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে
জসিম উদ্দিন, হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে (২ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নের স্হানীয় বাজার সুন্দরপুরে গান- বাজনা, মদ,জুয়া ও বেহায়াপনার বিরুদ্ধে তৌহিদি জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা এনামুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা আঃ মান্নান।
এতে বক্তব্য রাখেন, উলামা পরিষদ ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নে সভাপতি মুফতী আজিজুল ইসলাম কাসেমী, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আজিজুল হক সেক্রেটারি ইসলামী সংগ্রাম পরিষদ চুনারুঘাট, এম দরস আলী খাঁন, মাওলানা আশিকুর রহমান,নুরুল হক মেম্বার,মাওলানা বশির আহমদ, হাফেজ মাওলানা আবু মুসা,মাওলানা মনসুর আহমদ প্রমূখ।
বক্তারা বলেন,ওরসের নামে মাজারে মদ-জুয়া গান,বাজনা চলতে দেওয়া হবে না। যদি প্রশাসন ও আলেম উলামাসহ তৌহিদী জনতার সিদ্ধান্তকে উপেক্ষা করে গান- বাজনা করা হয় আর কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়বার মাজার কর্তৃপক্ষকেই নিতে হবে।