মুক্তাগাছায় কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১৪৩ বার পড়া হয়েছে
মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মুক্তাগাছা উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ (লিটন)।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, এটিএম ইলিয়াস, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ প্রমূখ।
কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকদলের সহস্রাধিক নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহযোগে অংশগ্রহণ করে।