নীলফামারীতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
শাহজাহান আলী মনন, নীলফামারী
উত্তরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে নীলফামারী সদরের চাঁদের হাট বালিকা বিদ্যালয় মাঠে আড়াই শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। আর এসব কম্বল বিতরণের ব্যবস্থাপনা করেছে সেনাবাহিনীর ১৯ মেডিয়াম রেজিমেন্ট আর্টিলারি।
এতে উপস্থিত ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের মেজর রাফায়েত আমির। অন্যান্যদের উপস্থিত ছিলেন লেফটেনেন্ট হুমায়রা লায়লা, ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাসদস্যরা।
সেনাবাহিনীর দেয়া কম্বল হাতে পেয়ে প্রতিবন্ধী নূরন্নবী (২০) আবেগ আপ্লূত হয়ে পড়েন। তিনি স্বাভাবিক মানুষের মতো পায়ে হেঁটে নয়, দুই হাটুর ওপরে ভর দিয়ে প্রায় আধা কিলোমিটার পথ হেটে এসে দেরীতে মাঠে উপস্থিত হলেও কম্বল হাতে পেয়ে তার চোখে-মুখে লক্ষ করা যায় উচ্ছলতার ছাপ।
মনের অজান্তেই নূরন্নবী বললেন, এবছর অনেক শীত। আমাকে দেখার মতো কেউ নেই। দু’পায়ে হাটতে পারি না কাজকর্ম করা তো দূরের কথা। আজ সেনাবাহিনীর ভাইয়েরা আমাকে কম্বল দিয়েছে। এই কম্বলখানি দিয়ে শীতের বাকি দিন কয়টি অনেক ভালোয় কাটবে। কম্বলটা দিয়ে শীত নিবারণ ভালোয় হবে। তবে আমাদের এলাকায় আরও অসহায় মানুষ আছে তাদের পাশেও যদি কেউ না কেউ দাঁড়াতো, তাহলে তাদেরও দিন ভালো কাটতো।