আমতলীতে গরু ব্যবসায়ীর সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

- আপডেট সময় : ০৫:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে
আমতলী সংবাদদাতা
বরগুনার আমতলীতে মোঃ রুবেল নামের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ডে লোছা এরাকায়।
ছিনতাইয়ের শিকার গরু ব্যবসায়ীর মোঃ রুবেল মিয়া অভিযোগ করে বলেন, আমতলী গরুর বাজারে সাড়ে পাঁচ লক্ষ টাকায় চারটি গরু বিক্রি করে তিনজন একটি অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে তাদের অটোরিকশাটি লোছা এলাকায় এলে ওই এলকার মোঃ সুমন গাজী ও মোঃ রিয়াদ গাজীর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি ছিনতাইকারী দল অটোরিকশার গতিরোধ করে। সুমন ও রিয়াদ অটোরিকশা থেকে গরু ব্যবসায়ী রুবেলকে নামিয়ে মারধর করে সাথে থাকা গরু বিক্রির নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় এমন অভিযোগ গরু ব্যবসায়ী রুবেলের।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে তার সামান্য কথা-কাটাকাটি হয়েছে। টাকা ছিনতাইয়ের বিষয়টি সম্পুর্ণ মিথ্যা বানোয়াট।
এ ব্যাপারে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান আরিফ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা ঘটে থাকলে আমরা অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব।