ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম : উৎসুক জনতার ভিড়

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই মাথা বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুরের জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ আনসার বাজারের পাশ্ববর্তীর কৃষক ফুলচার এর গৃহপালিত একটি গাভীর পেট থেকে দুই মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

কৃষক ফুলচার বলেন, বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি কয়েক মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। আজ এমন বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুর টি মারা গেছে।

বাছুরটিকে দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাহজালাল বলেন, বাছুরটি দেখতে আকারে অস্বাভাবিক ও অদ্ভুত আকৃতির। এমন আকৃতির বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমিয়েছে।

প্রতিবেশী মইনুল ও জয়নাল বলেন, দুই মাথা, চার চোখ, দুই মুখ, চার কান বিশিষ্ট প্রসব করা বাছুর জীবনে প্রথম দেখলাম। এমন অদ্ভূত আকৃতির বাছুরের কথা শুনে প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম।

স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ লোকমান বলেন, ফুলচার একজন কৃষক। সে অনেক দিন থেকেই বাড়ীতে গাভী পালন করে। অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিষয়টি শুনে অবাক হয়েছিলাম। পরে বিষয়টি নিশ্চিত হয়েছি।

কুড়িগ্রাম শহরের পশু চিকিৎসক ডাঃ মোঃ ইউনুছ আলী বলেন, হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন বাছুরের জন্ম হয়। এটা মুলত জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

নিউজটি শেয়ার করুন

দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম : উৎসুক জনতার ভিড়

আপডেট সময় : ০৫:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই মাথা বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুরের জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ আনসার বাজারের পাশ্ববর্তীর কৃষক ফুলচার এর গৃহপালিত একটি গাভীর পেট থেকে দুই মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

কৃষক ফুলচার বলেন, বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি কয়েক মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। আজ এমন বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুর টি মারা গেছে।

বাছুরটিকে দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাহজালাল বলেন, বাছুরটি দেখতে আকারে অস্বাভাবিক ও অদ্ভুত আকৃতির। এমন আকৃতির বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমিয়েছে।

প্রতিবেশী মইনুল ও জয়নাল বলেন, দুই মাথা, চার চোখ, দুই মুখ, চার কান বিশিষ্ট প্রসব করা বাছুর জীবনে প্রথম দেখলাম। এমন অদ্ভূত আকৃতির বাছুরের কথা শুনে প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম।

স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ লোকমান বলেন, ফুলচার একজন কৃষক। সে অনেক দিন থেকেই বাড়ীতে গাভী পালন করে। অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিষয়টি শুনে অবাক হয়েছিলাম। পরে বিষয়টি নিশ্চিত হয়েছি।

কুড়িগ্রাম শহরের পশু চিকিৎসক ডাঃ মোঃ ইউনুছ আলী বলেন, হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন বাছুরের জন্ম হয়। এটা মুলত জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।