সাংবাদিককে গালাগালি-হুমকির অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

- আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলার ইসলামপুর থানার এক পুলিশ কনস্টেবল কাবিননামা রেজিষ্ট্রী ছাড়াই বিবাহবহির্ভূত ব্যভিচারে লিপ্ত থাকার অভিযোগে তথ্য সংগ্রহ করতে যাওয়া দৈনিক পলয় পত্রিকার সংবাদদাতা আনোয়ার হোসেন কে গালাগালি ও মিথ্যা মামলাসহ খুনের হুমকীর প্রদানের অডিও ফাঁস হয়েছে। এঘটনায় আনোয়ার পুলিশ সদস্যের বিরুদ্ধে জিএমপি সদর থানায় ২৯৯৩ নং সাধারণ ডায়েরী করেন।
হুমকি দেওয়া পুলিশ কনস্টেবল শেরপুর জেলার সদর থানার জঙ্গলদী এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ সানোয়ার হোসেন (৩৮)। সে ইসলামপুর থানায় ডিগ্রি চর তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছে।
জানা যায়, এই পুলিশ সদস্য ২০০৮ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেই কাবিননামা রেজিষ্ট্রী করে ২ টি বিয়ে করে। ১২ বছরের একটি ছেলেও রয়েছে তার। সম্প্রতি সানোয়ারের বিরুদ্ধে কাবিননামা রেজিষ্ট্রী ব্যতীত ব্যভিচার, যৌতুক, বহু বিবাহ, নারী কেলেংকারির অপরাধে তার ১ম স্ত্রী পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশের উর্ধ্বতন কর্মকতারা এই পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান বিভাগীয় শাস্তি মূলক কোন ব্যবস্থা গ্রহণ করে নি।
এবিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্যের সাথে ব্যভিচারে লিপ্ত থাকা নারী সুরাইয়া বলেন, আগে বিয়ে করতে কাবিন করা লাগতো না। আমার কাবিন দরকার নাই। পুলিশ সদস্যের ১ম স্ত্রীর অনুমতি সাপেক্ষে কাবিননামা রেজিষ্ট্রী না করায় আইনগতভাবে আপনাদের বিয়ে অবৈধ কিনা? এবিষয়ে জানতে চাইলে তাদের বিয়েটা আইনগতভাবে অবৈধ তিনি স্বীকার করে।
৩য় বিয়ের বিষয়ে জানতে পুলিশ কনস্টেবল সানোয়ারের কাছে জানতে চাইলে উনি জানান, ০১ বছর আগেই সুরাইয়ার সাথে বিয়েসহ ৩ নারীকে বিয়ে করাটা স্বীকার করে। এরপর সংবাদ প্রকাশ না করার জন্যে খারাপ গালাগালি ও হুমকী দেওয়া শুরু করে।