সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪ টঙ্গীতে আ.লীগের দোসর ভাই-বোন অপরাধ জগতের নিয়ন্ত্রক, পর্ব-১ কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, ৫২১ জনের নামে মামলা পুলিশের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

পুলিশের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

প্রলয় ডেস্ক

পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

এর আগে গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়াও আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রবিবার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়