অসহায় গ্রাহকদের তিন কোটি টাকা নিয়ে উধাও রুকাইয়া তাবাসুম বেবি : অনলাইনে প্রতারণার ফাঁদ

- আপডেট সময় : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬০ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, সংবাদদাতা
‘এনএফটি কোম্পানি ‘ নামক একটি অনলাইন ব্যবসায় প্রতারিত হয়ে ক’য়েক কোটি টাকা খুইয়েছেন লালমনিরহাট রংপুর শহরের প্রায় দুই শতাধিক মানুষ। প্রত্যেকে মোটা অংকের লাভের আশায় ৬ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন। ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসের দিকে রংপুর শহরের দর্শনা এলাকার, মোঃ বাচ্চু মিয়া, মোছা ময়না বেগম এর মেয়ে, রুকাইয়া তাবাসসুম বেবি, মৌখিক ভাবে ‘এন এফ টি কোম্পানি ‘ নামের একটি অনলাইন ব্যবসার প্রচারণা শুরু করে গ্রাহক কে ভুল ভালবুঝিয়ে বলেন এই কোম্পানি তে কাজ করেন, পালিয়ে গেলে আমি এর দায়ভার নিবো, বেশি টাকা লাভের প্রলোভন দেখিয়ে তারা ‘এনএফটি কোম্পানি ‘ নামক অনলাইন ব্যবসায় ৬ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে গ্রাহকদের।প্রথম লাভের অংশ লোভনীয় হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই গ্রাহক বাড়তে শুরু করে।
ইতিমধ্যে চলতি, জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত রংপুর শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক গ্রাহক ওই ‘এনএফটি কোম্পানি ‘ নামের অনলাইন ব্যবসায় তাদের টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগকারী সদস্যদের নিয়ে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানেই যাততীয়, তথ্য আদান প্রদান করা হত। সেই গ্রুপে এক শত ৫৪ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সদস্যরা। এরপর জানুয়ারির ২৭ তারিখ সন্ধ্যা থেকে ‘এনএফটি কম্পানি’ নামের ওই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গ্রাহকরা প্রবেশ করতে না পেরে সিনিয়র ইন্টার্নিং ম্যানেজার এজেন্ট রোকাইয়া তাবাসসুম বেবি কে’খুঁজতে থাকে। মোবাইলে তাদের খোঁজ না পেয়ে বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পাওয়ায় গ্রাহকরা তখন বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়ে তাদের বিনিয়োগকৃত টাকা খোয়া গেছে ।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, তাদের কাছ থেকে ‘এনএফ টি কোম্পানি ‘ নামের ওই অনলাইন ব্যবসায়ের মাধ্যমে প্রতারণা করে রংপুর দর্শনায় এলাকার জমি বাড়ি দোকান সহ অনেক টাকার সম্পদ মানুষের টাকা দিয়ে বানিয়েছে।আশপাশের শহরের লালমনিরহাট শহরের ৫০ জন গ্রাহকের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী মো: রবিউল ইসলাম লালমনিরহাটের এর ‘ রুকাইয়া তাবাসুম বেবি প্ররোচনায় তিনি ‘এনএফটির কোম্পানি ‘ নামের অনলাইন ব্যবসায়ে ধাপে ধাপে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। প্রথম পর্যায়ে কিছু টাকা উত্তোলন করতে পারলেও পরে লাভের টাকাসহ প্রায় ৪০ হাজার টাকা খইয়েছেন’।
মিঠাপুকুর এলাকার আখেরা বেগম অনেক কষ্টের টাকা , তিনি জানান, ‘তিনিও রুকাইয়া তাবাসুম বেবি প্ররোচনায় ‘এনএফটি কোম্পানি ‘ নামের অনলাইন ব্যবসায়ে ধাপে ধাপে প্রায় ৪০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। শুক্র-শনিবার বাদে সপ্তাহের পাঁচ দিন উত্তোলনের সময় থাকায় সর্বশেষ ২৭ জানুয়ারি সোমবার টাকা উত্তোলন করার জন্য ওই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে জানতে পারেন রুকাইয়া তাবাসসুম বেবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না’। অপর এক ভুক্তভোগী মো. শারমিন বেগন জানান, রুকাইয়া তাবাসসুম বেবি প্ররোচনায় এনএফটি কোম্পানি ‘ নামের অনলাইন ব্যবসার ওয়েবসাইটে রংপুর শহরে অফিস হয়েছিলো।
বলা হয়েছিলো এই প্রতিষ্ঠানের সাথে আমি বেবি জড়িত। সুতরাং এই প্রতিষ্ঠান হারিয়ে যাবে না’ হারিয়ে গেলে এর আপনাদের সব টাকা আমি আপনাদেরকে দিব আপনারা কাজ করেন, এখন এই ব্যক্তিকেই পাওয়া যাচ্ছে না লক্ষাদিক টাকা নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী গ্রাহকরা আইনের দৃষ্টি আকর্ষণ করেন রুকাইয়া তাবাসুম বেবির সুষ্ঠু বিচারের দাবি জানান।