গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়ী ভাঙচুর, ডাকাত সন্দেহে হামলায় আহত ১৫

- আপডেট সময় : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে
আনোয়ার হোসেন, গাজীপুর
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে স্থানীয়দের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে সাবেক এই মন্ত্রী পলাতক রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের ধীরশ্রম দাক্ষিণখান এলাকার বাড়িতে শতাধিক জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে স্থানীয়রা এলাকায় ডাকাত নেমেছে বলে মাইকিং করে লোকজন জড়ো করে। হামলা করতে যাওয়া জনতাকে স্থানীয়রা ঘিরে ফেলে।
পরে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা করতে যাওয়া জনতাকে ধাওয়া করে। এসময় তারা বেশ কয়েকজনকে আটক করে বেধড়ক মারধর করে। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন (রাত ১২টা) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।