ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসির তুমুল সংঘর্ষ, বাড়িঘর ভাংচুরসহ আহত ২০

- আপডেট সময় : ০৭:০১:২২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৯১ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসির মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়িঘর ভাংচুর হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর আহত জাহিদ ভুঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। এরা এলাকায় ভূইয়া ও মাতুব্বর পক্ষ নামে পরিচিত। ভূইয়া পক্ষে বর্তমানে নেতৃত্ব দেন লুৎফর ভূইয়া ও মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন মওলাদাত মাতুব্বর।
গত শনিবার রাত ৯টার দিকে ভুঁইয়া পক্ষের হান্নান ভূইয়ার ছেলে ইমন ভূইয়া (২২) কে ফোনে ডেকে নিয়ে মাতুব্বর পক্ষের কিশোররা মারধর করে। আহত অবস্থায় ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার সকালে মাতুব্বর পক্ষ ও ভুঁইয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে।
এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান দৈনিক প্রলয়’র সংবাদদাতাকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোন অভিযোগ পাইনি।