ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে ইয়াবাসহ দুই বোন আটক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০০ বার পড়া হয়েছে

শাকুর মাহমুদ চৌধুরী, সংবাদদাতা

কক্সবাজার বিমানবন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে দুই বোনকে ইয়াবাসহ আটক করেছে। এদের মধ্যে একজনের স্বামীও ঢাকায় আটক হয়েছে, যিনি ইয়াবার চালানটি পরিবহন করছিলেন। আটক দুই বোন পেটে মোট ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন, যার মধ্যে ১ হাজার ৭০০ ইয়াবা ইতিমধ্যে বের করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানিয়েছেন, তাদের কাছে গোপন তথ্য ছিল যে, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান বিমান যোগে ঢাকায় পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই বোন হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেনের স্ত্রী উম্মে জামিলা (২৫) এবং তার শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

পরে, এদের পেট থেকে ইয়াবা বের করার জন্য একটি প্যাথলজি সেন্টারে এক্সরে পরীক্ষা করা হয়, এবং সেখানে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করা হয়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবাগুলো বের করার কাজ চলছে, ইতিমধ্যে ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরে আটক হওয়া দুই বোন স্বীকার করেন যে, তারা পেটে ইয়াবা বহন করছিলেন। এর পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে, তাদের স্বামী আকতার হোসেনকে ঢাকায় আটক করা হয়। তিনি আলাদা ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পৃথক দল ঢাকা বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

এছাড়া, যাত্রীদের লক্ষ্য করে ইয়াবার একটি বৃহৎ চালান পরিবহন করার সময় অভিযানের সময় দুই বোন ও তাদের স্বামীকে আটক করার পর মাদক চক্রের এক বড় অংশ বেরিয়ে আসার আশঙ্কা তৈরি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিষয়ে তদন্ত চলছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং কক্সবাজারসহ দেশের অন্যান্য বিমানবন্দরেও মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে ইয়াবাসহ দুই বোন আটক

আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী, সংবাদদাতা

কক্সবাজার বিমানবন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে দুই বোনকে ইয়াবাসহ আটক করেছে। এদের মধ্যে একজনের স্বামীও ঢাকায় আটক হয়েছে, যিনি ইয়াবার চালানটি পরিবহন করছিলেন। আটক দুই বোন পেটে মোট ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন, যার মধ্যে ১ হাজার ৭০০ ইয়াবা ইতিমধ্যে বের করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানিয়েছেন, তাদের কাছে গোপন তথ্য ছিল যে, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান বিমান যোগে ঢাকায় পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই বোন হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেনের স্ত্রী উম্মে জামিলা (২৫) এবং তার শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

পরে, এদের পেট থেকে ইয়াবা বের করার জন্য একটি প্যাথলজি সেন্টারে এক্সরে পরীক্ষা করা হয়, এবং সেখানে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করা হয়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবাগুলো বের করার কাজ চলছে, ইতিমধ্যে ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরে আটক হওয়া দুই বোন স্বীকার করেন যে, তারা পেটে ইয়াবা বহন করছিলেন। এর পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে, তাদের স্বামী আকতার হোসেনকে ঢাকায় আটক করা হয়। তিনি আলাদা ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পৃথক দল ঢাকা বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

এছাড়া, যাত্রীদের লক্ষ্য করে ইয়াবার একটি বৃহৎ চালান পরিবহন করার সময় অভিযানের সময় দুই বোন ও তাদের স্বামীকে আটক করার পর মাদক চক্রের এক বড় অংশ বেরিয়ে আসার আশঙ্কা তৈরি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিষয়ে তদন্ত চলছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং কক্সবাজারসহ দেশের অন্যান্য বিমানবন্দরেও মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা হয়েছে।