সংবাদ শিরোনাম ::
যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের আজীবন স্মরণ করতে হবে : আমান উল্লাহ আমান

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১১:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭২ বার পড়া হয়েছে
বনিআমিন , কেরানীগঞ্জ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের আজীবন স্মরণ করতে হবে। ১৯৫২ সালে সালাম বরকতের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষা পেয়েছি। ১৯৬২ সালে ওয়াজি উল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষা অধিকার পেয়েছি। ১৯৬৯ সালে শহীদ আসাদের রক্তের বিনিময়ে গনঅভ্যুত্থান হয়েছে। ১৯৯০ সালে ছাত্র আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান হয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।
তাই এই নতুন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রক্ত দেওয়া শহীদদের মনে রাখতে হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করেছে। এসব টাকা তাদের কাছে গচ্ছিত আছে।এখন তারা দেশের মধ্যে নানা অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এসব টাকা ব্যয় করে নানাভাবে ষড়যন্ত্র করছে। আমান নেতাকর্মীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন,কোন আওয়ামী লীগ নেতা কর্মী যেন বিএনপি’র কোন সংগঠনে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। কারো বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ পাওয়া গেলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। আমান উল্লাহ আমান বলেন, এদেশে যতবারই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে।
আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাল্লাহ আবার বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে এবং সেই জাতীয় সরকার এই দেশ পরিচালনা করবে। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আট বছর জেল খাটিয়েছেন। তিনি এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেল খাটিয়েছেন। তিনিও এখন লন্ডনে আছেন। খুব দ্রুত তারেক রহমান বিদেশ থেকে বীরের বেশে দেশে ফিরবেন।বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মাহবুব হোসেন মেহবুব, সেলিম রেজা, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন প্রমূখ।
ট্যাগস :