সংবাদ শিরোনাম ::
ডেভিল হান্ট : সাত দিনে গ্রেপ্তার ৩৯২৪

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরুর পর সাত দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৯২৪ জনকে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় অভিযানে ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে , অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য,গত শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে যৌথ বাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে এই অভিযান বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ট্যাগস :