শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না: আব্দুল আউয়াল মিন্টু পটুয়াখালী এলএ শাখায় সার্ভেয়ার ও কানুনগো কে ঘুষ না দিলে মিলছে না ভূমি ক্ষতিপূরণের টাকা ওসিকে শুভেচ্ছা জানাতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতারা ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধ করণ সমাবেশ সৌদি আরবে ভবন থেকে পড়ে ভাঙ্গার যুবক নিহত, স্বজন-গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম ত্রিশালে সন্ত্রাসী ফারুক গ্রেফতার ত্রিশাল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ গোপালগঞ্জে আওয়ামী লীগের মশালমিছিল, বিএনপির বিক্ষোভ ভাঙ্গায় নবাগত ওসির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থার বিরুদ্ধে একত্রিত হয়ে কঠোর প্রতিবাদ জানান।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের সুশৃঙ্খল কার্যক্রমকে ব্যাহত করতে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার চেষ্টা চলছে, যা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রেরই অংশ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ না হলে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, ইউএনও মহোদয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দাবি করেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় প্রশাসনের কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধন ঘিরে প্রশাসনিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন।

তারা বলেন, ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে গফরগাঁওয়ের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ষড়যন্ত্র করার সাহস না পায়। মানববন্ধনে সহকারী কমিশনার(ভূমি) আমির সালমান রনি বলেন, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। আমরা যারা গফরগাঁও উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারী আছি তারা মনে করছি এধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম বাস্তবায়ন হলে আমাদের এখানে কাজ করা ও জনগণের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা চাই যেন সবধরনের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়ে যায়।

কোন সরকারি কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ ও মানহানিকর কর্মকাণ্ড চালাতে চায় তবে আমরা একযোগে কর্মবিরতি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগিং করা হচ্ছে যেটা মোটেও ঠিক নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্দিষ্ট কোন দল না অথবা নির্দিষ্ট কোন রাজনৈতিক পার্টির না। সরকারি কর্মকর্তা-কর্মচারী যখন যে দল সরকার গঠন করবে সে সরকারের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।

এখন আমাদের কর্মকাণ্ডের দ্বারা যদি কারও ব্যক্তিস্বার্থ হাসিল না হয়, সেটা যদি অবৈধ দাবি হয় আর সেই দাবি না পূরণ করার কারণে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীকে হেনস্থা করে তবে আমাদের নির্বিঘ্নে সেবা দেওয়া ব্যহত হবে। যারা এরকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সরকারের কার্যক্রম ব্যহত করতে চায় তাদের সেই পথ থেকে সরে আসারও আহ্বান জানান তিনি।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন মুঠোফোনে তার বক্তব্যে বলেন, একটি কুচক্রীমহল আমার কাছে কিছু দাবি পেশ করে। সেই দাবি যদি বিধিবহির্ভূত হয় সেখানে আমাদের কিছু করার থাকে না। সরকারি কর্মকর্তাদের পক্ষে আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। দু’দিন আগে খবর পেয়েছি তাদের সেই অবৈধ দাবি পূরণ না করার কারণে অতর্কিতভাবে আমাকে হেনস্থা করার জন্য পরিকল্পনা করছেন এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়