শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না: আব্দুল আউয়াল মিন্টু পটুয়াখালী এলএ শাখায় সার্ভেয়ার ও কানুনগো কে ঘুষ না দিলে মিলছে না ভূমি ক্ষতিপূরণের টাকা ওসিকে শুভেচ্ছা জানাতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতারা ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধ করণ সমাবেশ সৌদি আরবে ভবন থেকে পড়ে ভাঙ্গার যুবক নিহত, স্বজন-গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম ত্রিশালে সন্ত্রাসী ফারুক গ্রেফতার ত্রিশাল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ গোপালগঞ্জে আওয়ামী লীগের মশালমিছিল, বিএনপির বিক্ষোভ ভাঙ্গায় নবাগত ওসির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ভাঙ্গায় নবাগত ওসির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ভাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর -৪ ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, মারকাজে নুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাহবুবুর রহমান, ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, ঘারুয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা অলিউল্লাহ, চুমুরদী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী হায়দার, আলগী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোশারফ হোসেন, তুজারপুর ইউনিয়ন খেলাফত মজলিসের কর্মী মোঃ জাহিদ হোসেন, হামিরদী ইউনিয়ন খেলাফত মজলিসের সদস্য মাওলানা হেলাল উদ্দিন আবরার সহ ভাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের অসংখ্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং রাষ্ট্রের আইন প্রতিপালনে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ভাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়