শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না: আব্দুল আউয়াল মিন্টু পটুয়াখালী এলএ শাখায় সার্ভেয়ার ও কানুনগো কে ঘুষ না দিলে মিলছে না ভূমি ক্ষতিপূরণের টাকা ওসিকে শুভেচ্ছা জানাতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতারা ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধ করণ সমাবেশ সৌদি আরবে ভবন থেকে পড়ে ভাঙ্গার যুবক নিহত, স্বজন-গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম ত্রিশালে সন্ত্রাসী ফারুক গ্রেফতার ত্রিশাল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ গোপালগঞ্জে আওয়ামী লীগের মশালমিছিল, বিএনপির বিক্ষোভ ভাঙ্গায় নবাগত ওসির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মশালমিছিল, বিএনপির বিক্ষোভ

নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ সংবাদদাতা
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ভাঙচুর, ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাঙচুর, শেখ হাসিনা সহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশালমিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) সোমবার রাতে মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ও গোপালপুরে মশালমিছিল বের করে। ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তূজার নেতৃত্বে মিছিল হয়।
এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ভাঙচুর, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্নৈ স্লোগান দেন।
অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রঘোষিত হরতাল ও মশালমিছিলের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতির টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়েঐ শেষ হয়।
পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “আওয়ামী লীগ মশালমিছিল করেছে” বিষয়টি আমরা শুনেছি। তারা উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে বলে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়