শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না: আব্দুল আউয়াল মিন্টু পটুয়াখালী এলএ শাখায় সার্ভেয়ার ও কানুনগো কে ঘুষ না দিলে মিলছে না ভূমি ক্ষতিপূরণের টাকা ওসিকে শুভেচ্ছা জানাতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতারা ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধ করণ সমাবেশ সৌদি আরবে ভবন থেকে পড়ে ভাঙ্গার যুবক নিহত, স্বজন-গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম ত্রিশালে সন্ত্রাসী ফারুক গ্রেফতার ত্রিশাল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ গোপালগঞ্জে আওয়ামী লীগের মশালমিছিল, বিএনপির বিক্ষোভ ভাঙ্গায় নবাগত ওসির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধ করণ সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস এর সভাপতিত্বে সোমবার ১৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়তনে জেলা আনসার ও ভিডিপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি জেলা সমাবেশ-২০২৫ বেলুন ও পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন। ময়মনসিংহ জেলা সমাবেশে ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ের আনসার সদস্যদের কল্যাণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনলাইন ডাটাবেজ তৈরির কার্যক্রম চলমান আছে। এছাড়াও সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় ও যোগসূত্র স্থাপনের মাধ্যমে ভিডিপি/টিডিপি সদস্যের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি ও দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে।

আনসার ও ভিডিপি ১৯৪৮ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জনমানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভশীল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে এ বাহিনীর।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফিদুল আলম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, নয়মুল হাসান (অতিরিক্ত ডিআইজি) অধিনায়ক র‍্যাব-১৪ ময়মনসিংহ, কাজী আখতার উল আলম পুলিশ সুপার ময়মনসিংহ, মোহাম্মদ আছলাম সিকদার পিভিএমএস পরিচালক ২৬ আনসার ব্যাটালিয়ন, জারিয়া পূর্বধলা, নেত্রকোণা।

বাংলাদেশ আনসার-ভিডিপির সদস্যসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ জেলা সমাবেশে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়