ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও একাডেমিক শাটডাউনের ডাক দিয়েছেন। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য সীমাবদ্ধ করা, OTC ড্রাগ লিস্ট আপডেট, চিকিৎসক সংকট নিরসনে দ্রুত পদ পূরণ, MATS ও মানহীন মেডিকেল প্রতিষ্ঠান বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।

শিক্ষার্থীদের দাবি, গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এ অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি এবং মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। তারা সতর্ক করে দিয়েছেন, দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই সরকার যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। এই আন্দোলনে দেশের অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও একাত্মতা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও একাডেমিক শাটডাউনের ডাক দিয়েছেন। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য সীমাবদ্ধ করা, OTC ড্রাগ লিস্ট আপডেট, চিকিৎসক সংকট নিরসনে দ্রুত পদ পূরণ, MATS ও মানহীন মেডিকেল প্রতিষ্ঠান বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।

শিক্ষার্থীদের দাবি, গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এ অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি এবং মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। তারা সতর্ক করে দিয়েছেন, দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই সরকার যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। এই আন্দোলনে দেশের অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও একাত্মতা প্রকাশ করা হয়েছে।