ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ট্রাক-সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পাক্কার মাথা করবস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাঝু মিয়া।

নিহতরা হলেন, পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নিবস্বা মিয়ার বাড়ির স্বপন মিয়ার ছেলে সুফল মিয়া (১৫) ও গাছতলা ঘাট এলাকার কাজিবাড়ির আতাউল্লাহ মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্না (১৫)। এদিকে গুরুতর আহত বর্ন (১৫) ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আরাফাত (বড়) মিয়ার ছেলে। তারা তিনজনই বিভিন্ন বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাঝু মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক পাক্কার মাথা করবস্থান এলাকায় পৌঁছানো মাত্র পেছন দিক থেকে একটি সিএনজি ওভারটেক করার চেষ্টা করে। তখন সামনে থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিকে ধাক্কা দেয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গেও ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে একজন মারা যান। অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মুন্না নামে আরেকজন মারা যান।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি পালিয়ে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিয়া বলেন, মরদেহ পরিবারের কাছে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাক ও সিএনজির শনাক্তে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাক-সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পাক্কার মাথা করবস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাঝু মিয়া।

নিহতরা হলেন, পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নিবস্বা মিয়ার বাড়ির স্বপন মিয়ার ছেলে সুফল মিয়া (১৫) ও গাছতলা ঘাট এলাকার কাজিবাড়ির আতাউল্লাহ মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্না (১৫)। এদিকে গুরুতর আহত বর্ন (১৫) ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আরাফাত (বড়) মিয়ার ছেলে। তারা তিনজনই বিভিন্ন বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাঝু মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক পাক্কার মাথা করবস্থান এলাকায় পৌঁছানো মাত্র পেছন দিক থেকে একটি সিএনজি ওভারটেক করার চেষ্টা করে। তখন সামনে থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিকে ধাক্কা দেয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গেও ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে একজন মারা যান। অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মুন্না নামে আরেকজন মারা যান।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি পালিয়ে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিয়া বলেন, মরদেহ পরিবারের কাছে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাক ও সিএনজির শনাক্তে পুলিশ কাজ করছে।