মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

- আপডেট সময় : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে
কলমাকান্দা সংবাদদাতা
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ছাত্রলীগের সেই নেতাকে আটক করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এরআগে ওইদিন সকালে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, অনিক জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের সুনীল সাহার ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি। সে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করে। এরই প্রতিবাদে কয়েক দিন ধরে সমাবেশ ও বিক্ষোভ করে তৌহিদী জনতা। এ ঘটনায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন যাবৎ সুপ্ত সাহা অনিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে আসছিলো। তার গ্রেফতার দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বুধবার সকালে জেলার গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। এই ঘটনায় আমি বাজে হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমরা আশা করব সরকার যেন তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে।
নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, মহানবী (সাঃ) কে কটুক্তি করে ধর্মীয় অনুভূতি আঘাত হেনেছে সুপ্ত সাহা অনিক। তাকে জেলার গোয়েন্দা পুলিশ আটক করেছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১২৯ জনকে জেলার বিভিন্ন থানা থেকে আটক করা হয়েছে। ডেভিল হান্ট এর অভিযান অব্যাহত আছে।