শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্ষণ রোধ করতে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না : ড. আসাদুজ্জামান রিপন শরনার্থী শিবিরে পদদলিত হয়ে রোহিঙ্গা নাগরিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক জুট ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক গ্রেফতার কুয়েতে জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসানের বিশ্ব জয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩ কুড়িগ্রামের সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক ৪৩ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা

ইয়াবাসহ মাদক সম্রাট মামুন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মাদক সম্রাট মামুন ( ইয়াবা ব্যবসায়ী) কে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার গোডাউন বালিয়া এলাকা থেকে তাকে আটক করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত আবু কাজীর ছেলে মো. মামুন কাজী। মামুন বর্তমানে বালিয়া গোডাউন এলাকার গ্রাম্য ডাঃ মোঃ মনিরুজ্জামান টিপু মোল্লা বাড়ির ভাড়াটিয়া। মামুন এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।

মামুনের একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে। মোঃ জাফর, গাজীপুর জেলার দিপক চন্দ্র দাশ (রাজিব), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া এলাকার জয়নাল মাতুব্বরসহ বেশ কয়েকজন। এই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে বিশেষ সুত্রে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মোঃ রাজা মিয়া জানান- গোডাউন বালিয়ার গ্রাম্য ডাঃ মো. মনিরম্নজ্জামান টিপুর বাড়ীর ভিতরে এক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আলী, হাসান আল মামুন, মোঃ শরিফুল ইসলাম, সিপাই শয়ন সাহা, মোঃ সিহানুর রহমান, মোঃ মামুন হোসেন, প্রসেনজিত কুমার রায়, শশাংক সরকার, মোঃ সুমন রাসেল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং পার্টির সহায়তায় ঐ বাড়িতে মাদক উদ্ধারে ঘেরাও করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে মামুন কাজী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বসতঘরের দরজার সামনে থেকে তাকে আটক করা হয়। পরে, তার ঘর ও দেহ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (অফিসার ইনচার্জ) ইন্দ্রজিৎ মলিস্নক জানান- গ্রেফতারকৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রম্নজু করা হয়েছে। আসামী মামুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়