বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা শিবিরগুলোতে তহবিল সংকট : সেবা সংকটে পড়েছে হাজার হাজার শিশু ধর্ষণবিরোধী বিক্ষোভে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না : জামায়াত আমির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত মুক্তাগাছায় পশুর হাটে হামলা ও লুটপাট রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে যায়যায়দিন দখলমুক্ত ও ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন

৮ হাজার পিস ইয়াবাসহ আপন দুই বোন গ্রেফতার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর হিমারদীঘি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ আপন দুই বোনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৮ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আখাউড়া দরুইন এলাকার বাছির মিয়ার স্ত্রী মিনারা আক্তার (৩০) ও আলমগীর হোসেনের স্ত্রী রুনা আক্তার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারী মাদক চোরাকারবারি আপন দুই বোন মিনারা আক্তার ও রুনা আক্তারকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গীপূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়