বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সার্জারির পর বাসায় ফিরেছেন পিনাকী ভট্টাচার্য

প্রলয় ডেস্ক

সার্জারির পর বাসায় ফিরেছেন পিনাকী ভট্টাচার্য। রোববার (৯ মার্চ) তার ফেসবুক পাতায় তিনি নিজেই এ খবর জানিয়েছেন।

সার্জারির পর বাসায় ফিরেছেন পিনাকী ভট্টাচার্য। রোববার (৯ মার্চ) তার ফেসবুক পাতায় তিনি নিজেই এ খবর জানিয়েছেন। এর আগে পিনাকীর এডমিন শনিবার জানিয়েছিলেন দাদার ‘সার্জারী ভালো ভাবেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। উনাকে রুমে নিয়ে আসা হয়েছে।’

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লেখেন- ‘আমি বাসায় এসেছি। ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে। নার্স বাসায় এসে নিয়মিত দুইবেলা ড্রেসিং করে দিয়ে যাবে। ব্যথার জন্য সর্বক্ষণ যেন শরীরে ওষুধ দেয়া যায় তাই ইনফিউশন পাম্প লাগিয়ে দেয়া হয়েছে। সারাক্ষণ একটা নির্দিষ্ট মাত্রায় পেইন কিলার আর বমির ওষুধ ঢুকছে শরীরে। ডাক্তার বলেছে সারাক্ষণ এভাবে ব্যথার ওষুধ না দিলে যন্ত্রনায় পাগল হয়ে যেতাম। এন্টিবায়োটিক চলছে। মুখ বিস্বাদ হয়ে আছে এতোগুলো ওষুধে। এভাবেই এই সপ্তাহ চলবে।

আমার বিগ প্লেটলেট সিন্ড্রোম আছে। তাই রক্ত জমাট বাধার ক্ষমতা কম। রক্তপাত বন্ধ হতে চায়না। অনেকটা ডেঙ্গি রোগীর মতো, আমার প্লেটলেট কাউন্ট কম। গায়ে অল্পেই কালশিটে পড়ে। এইটা একটা জিনেটিক সমস্যা। সুনির্দিষ্ট কোন চিকিৎসা নাই। সার্জারীর সময়ে ভয় থাকে যদি রক্তপাত বন্ধ না হয়। ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়তো প্রচুর। এখনো সার্জারী হলে রক্তপাত বন্ধ করাটা চ্যালেঞ্জ। এইজন্যই নিবিড় পরিচর্যার দরকার হচ্ছে। সার্জারীর ক্ষততে ড্রেইন লাগানো আছে যেন রক্তপাত ভিতরে না জমে।

এতে সুবিধাও আছে। আপনাদের অনেকের রক্ত পাতলা করার জন্য হার্ট এট্যাক বা স্ট্রোক প্রতিরোধ করার জন্য এন্টি প্লেটলেট খেতে হয়। আমার ওই ওষুধ খেতে হবেনা হয়তো কখনো। কারণ আমার প্লেটলেটই পাতলা। খোদার দুনিয়ায় কেউ বঞ্চিত হয়না। আমাদের অঞ্চলে সিকেল সেল এনিমিয়া বেশী হয়। আফ্রিকাতে হয়, ব্রাজিলে হয়। সেইখানেই হয় যেইখানে ম্যালেরিয়া বেশী। যখন ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি তখন এই রোগটাই ছিলো ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা। সিকেল সেল এনিমিয়ার রোগীদের শরীরে ম্যালেরিয়া পরজীবি বাচতে পারেনা।

আমি ২৮ মার্চ পর্যন্ত বাসায় থাকবো। অফিসে যাচ্ছিনা। ভিডিও হয়তো কাল থেকে দিতে পারবো। ২৮ তারিখে ডাক্তার সিদ্ধান্ত নিবেন আমার বাসায় থাকার সময়টা আরো দীর্ঘ করবেন কিনা। আমার ক্ষত শুকানোর উপরে সেটা নির্ভর করবে।

যার জন্য সার্জারী আমার সেই সর্বক্ষণের যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে যাচ্ছি তা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাই, সব মিলিয়ে আমি ভালো আছি। আপনারাও ভালো থাকুন।’

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়