বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা শিবিরগুলোতে তহবিল সংকট : সেবা সংকটে পড়েছে হাজার হাজার শিশু ধর্ষণবিরোধী বিক্ষোভে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না : জামায়াত আমির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত মুক্তাগাছায় পশুর হাটে হামলা ও লুটপাট রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে যায়যায়দিন দখলমুক্ত ও ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

সীতাকুণ্ড সংবাদদাতা

চট্রগ্রামের সীতাকুণ্ডে শ্লীলতাহানি ও অপহরণ মামলায় মোঃ রাকিব (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মুরাদপুর ইউনিয়নের গুলীয়াখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শনিবার (৮ মার্চ) ঐ শিক্ষার্থী তার এক বন্ধুকে নিয়ে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যায়। এরপর তারা বেড়িবাঁধ পার হয়ে সাগরের কাছাকাছি স্থানে পৌঁছালে তখন ৪ বখাটে এসে শিক্ষার্থীকে টেনে বনের ভিতর নিয়ে চলে যায়। এরপর শিক্ষার্থী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। তবে শিক্ষার্থী প্রথম অবস্থায় স্থানীয়দের উপস্থিতিতে ধর্ষণের অভিযোগ করলেও পরে সে ধর্ষণের কথা অস্বীকার করে। এ ঘটনায় শিক্ষার্থীর মা ঘটনার দিন রাতে নিজে বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপহরণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা নম্বর (১০)।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, ঘটনার দিন রাতে ওই শিক্ষার্থীর মা ৪ জনকে আসামি করে থানায় এসে শ্লীলতাহানি ও অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়