বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন ডিপ্লোমা সনদধারীরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ পৈত্রিক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভাঙ্গায় আশ্রয়ন প্রকল্প ও সরকারি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদপুরে ওসির ক্ষমতা বলে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ প্রচার ছাড়াই ত্রিশাল প্রাণী সম্পদ অফিসের শুধু দুধ বিক্রি : নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ১০ কারখানায় ছুটি এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে

সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধ আটক

সীতাকুণ্ড সংবাদদাতা

সীতাকুণ্ডে ভাটিয়ার এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মোঃ ইউসুফ(৭০)নামে ধর্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা। সোমবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র বলছে, ১০ মার্চ রাত ১০টার পর উত্তেজিত জনতা ধর্ষককে গণপিটুনি দেয়৷ পরে জনতার রোষানল থেকে ধর্ষককে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় এবং ধর্ষণের শিকার নয় বছরের তৃতীয় শ্রেণির ছাত্রী শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে একশত টাকার লোভ দেখিয়ে পুকুরপাড় থেকে মেয়েটিকে কোলে করে নিজের বাসার দোতালায় নিয়ে যায় ধর্ষক মোঃ ইউসুফ আলম৷ সেইখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের কিছু অসাধু লোকজন বসে মোটা অংকের টাকায় ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে ধর্ষনের শিকার শিশুর পরিবারও রফাদফা করতে সম্মত হয় বলে জানা যায়। কিন্তু টাকা ভাগ বাটোরা নিয়ে বাঁধে বিপত্তি, ভেস্তে যায় রফাদফা। অবশেষে রাতে তারাবি নামাজের পর বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় স্থানীয় জনতা ধর্ষককে বাসা থেকে ধরে নিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে সীতাকুন্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা বলেন,জনগণের রোসানল থেকে আমরা ৭০ বছর বয়সী ধর্ষক বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং ধর্ষণের শিকার নয় বছরের আহত শিশুটিকে প্রথমে থানায় ও পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। এ বিষয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়