সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধ আটক

- আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে
সীতাকুণ্ড সংবাদদাতা
সীতাকুণ্ডে ভাটিয়ার এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মোঃ ইউসুফ(৭০)নামে ধর্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা। সোমবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্র বলছে, ১০ মার্চ রাত ১০টার পর উত্তেজিত জনতা ধর্ষককে গণপিটুনি দেয়৷ পরে জনতার রোষানল থেকে ধর্ষককে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় এবং ধর্ষণের শিকার নয় বছরের তৃতীয় শ্রেণির ছাত্রী শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে একশত টাকার লোভ দেখিয়ে পুকুরপাড় থেকে মেয়েটিকে কোলে করে নিজের বাসার দোতালায় নিয়ে যায় ধর্ষক মোঃ ইউসুফ আলম৷ সেইখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
- দীর্ঘ ১০ বছর পর হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব
- আওয়ামী লীগের দোষররা আমাদের মধ্যে ডুকে বিভেদ সৃষ্টি করছে : শামা ওবায়েদ ইসলাম
- শেরপুরে গারো পাহাড়ি বনে আগুনে মারা যাচ্ছে পাখি ও উপকারী কীটপতঙ্গ-ঔষধি লতাপাতা
পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের কিছু অসাধু লোকজন বসে মোটা অংকের টাকায় ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে ধর্ষনের শিকার শিশুর পরিবারও রফাদফা করতে সম্মত হয় বলে জানা যায়। কিন্তু টাকা ভাগ বাটোরা নিয়ে বাঁধে বিপত্তি, ভেস্তে যায় রফাদফা। অবশেষে রাতে তারাবি নামাজের পর বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় স্থানীয় জনতা ধর্ষককে বাসা থেকে ধরে নিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে সীতাকুন্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা বলেন,জনগণের রোসানল থেকে আমরা ৭০ বছর বয়সী ধর্ষক বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং ধর্ষণের শিকার নয় বছরের আহত শিশুটিকে প্রথমে থানায় ও পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। এ বিষয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।