বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা
পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে কোন প্রকার প্রচারাভিযান না করেই দুধ, ডিম ও মাংস বিক্রির কথা বলে কয়েক বোতল দুধ বিক্রি করেই সেই দায় সারছে দপ্তরটি। এনিয়ে নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একটি সুলভ মূল্যের বাজার কোন প্রকার প্রচার না করে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা বলে কয়েক বোতল দুধ বিক্রি করে ফটোশেসন করে পণ্য বিক্রি করাকে জালিয়াতি হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয়ের কামাল হোসেন আকন্দ নামে একজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে রোববার কয়েকটি ব্যানার সাটানো হয়েছে। যেখানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা উল্লেখ করা হয়েছে।
আবার সোমবারেও এ কার্যক্রম থেকে পণ্য ক্রয় করার জন্য দুপুর ১২টার পরে উপজেলা সম্পদ কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়। তবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাৃৃর কার্যালয়ের সামনে গিয়ে কিছু পাওয়া যায়নি। কোন দোকান বা বিক্রির কোন পন্য দেখা যায়নি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার এমন অব্যবস্থাপনা ও আইওয়াশ কার্যক্রমে হতভাগ ক্রেতা সাধারণ।
স্থানীয় মামুনুর রশিদ, আতিক, এম আর সেলিম জানান, এমন অব্যবস্থাপনা ও আইওয়াশ কর্মসূচী জনগণকে হতাশ করেছে। পবিত্র রমজান মাসে মনুষের সাথে এমন আইওয়াশ খেলার নিন্দা জানান তারা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ত্রিশাল কর্তৃক আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের ওই আইওয়াশ ভিডিওতে উপস্থিত থাকতে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, ভি এস ডা. এমদাদুল হক, অফিসের কমকর্মচারীবৃন্দ এবং কেসি এগ্রো লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা জানান, এ প্রোগ্রামের জন্য কোন বরাদ্দ নেই। তারপরও চেষ্টা করছি।