বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা শিবিরগুলোতে তহবিল সংকট : সেবা সংকটে পড়েছে হাজার হাজার শিশু ধর্ষণবিরোধী বিক্ষোভে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না : জামায়াত আমির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত মুক্তাগাছায় পশুর হাটে হামলা ও লুটপাট রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে যায়যায়দিন দখলমুক্ত ও ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত

মাসুম বিল্লাহ, শেরপুর সংবাদদাতা

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩ বন্ধু নিহত হয়েছে। নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।

বুধবার (১২ মার্চ) সন্ধা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
কয়েরখালি বাজার এলাকার মোটরসাইকেল মেকার সাব্বির হোসেন ও স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যায়। ইফতারের আগে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে অভারটেক করতে নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।

এ বিষয়ে জিতু জানান, শেরপুর থেকে বাসায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায়র খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরা। সেখান থেকে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষনা করে। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সেলিম ও রিফাতের মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়