বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা শিবিরগুলোতে তহবিল সংকট : সেবা সংকটে পড়েছে হাজার হাজার শিশু ধর্ষণবিরোধী বিক্ষোভে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না : জামায়াত আমির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত মুক্তাগাছায় পশুর হাটে হামলা ও লুটপাট রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে যায়যায়দিন দখলমুক্ত ও ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না : জামায়াত আমির

প্রলয় ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত ও লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। বুধবার রাজধানীর হোটেল জোনাকির কনফারেন্স হলে বিশিষ্টজনদের সম্মানে শিবিরের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এ জাতির মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২৪-এর আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা জন্ম নিয়েছে, আমরা সাধারণ অভিভাবক হিসেবে প্রত্যাশা করি-আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে।

তিনি বলেন, এ অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবির তার অনেক প্রিয় সঙ্গীদের হারিয়েছে। পাশাপাশি অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এসময়টায় চোখের সামনে পাখির মত গুলি করে আমাদের সন্তান ও সহকর্মীদের হত্যা করা হয়েছে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন, সেই দোয়া করেন। আরও যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়