ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ষণবিরোধী বিক্ষোভে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরে ধর্ষণ ও নারীর প্রতি সংহিতার প্রতিবাদে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সময় মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ফরহাদ পিরোজপুর সদর উপজেলার খামকাটা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হিরা শেখ জানান, সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে পুনরায় কলেজের সামনে ফিরছিলেন।

শিক্ষার্থী হিরা শেখ বলেন, “সাইদী ফাউন্ডেশনের সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং নানা ধরনের অশালীন মন্তব্য করে। পরে সে আমাদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে। আমরা ভিডিও করতে বাধা দিলে সে হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।”

শিক্ষার্থী মিরানা ইসলাম বলেন, “আমরা ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম। অথচ সেই মিছিলে আমাদের উত্ত্যক্ত করা হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণবিরোধী বিক্ষোভে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৭:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরে ধর্ষণ ও নারীর প্রতি সংহিতার প্রতিবাদে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সময় মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ফরহাদ পিরোজপুর সদর উপজেলার খামকাটা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হিরা শেখ জানান, সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে পুনরায় কলেজের সামনে ফিরছিলেন।

শিক্ষার্থী হিরা শেখ বলেন, “সাইদী ফাউন্ডেশনের সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং নানা ধরনের অশালীন মন্তব্য করে। পরে সে আমাদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে। আমরা ভিডিও করতে বাধা দিলে সে হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।”

শিক্ষার্থী মিরানা ইসলাম বলেন, “আমরা ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম। অথচ সেই মিছিলে আমাদের উত্ত্যক্ত করা হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।